সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনে ধস্তাধস্তি, ৮ শিক্ষার্থী আহত, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৮:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা—দফায় দফায় ধস্তাধস্তিতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার সকালে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান নেয় ছাত্রদল। সকাল ১০টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে কার্যক্রম বন্ধ করে দেয়, চেয়ারে-টেবিল ভাঙচুর করে এবং ফটকে তালা ঝুলিয়ে দেয়।

পরে সাবেক সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে তালা খুলতে চাইলে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধস্তাধস্তি হয়। অবশেষে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা তালা ভেঙে ফেললেও উভয়পক্ষ তাদের অবস্থান চালিয়ে যায়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীসহ অন্তত ৮ জন আহত হয়ে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানিয়েছেন—বর্তমান প্রথম বর্ষের শিক্ষার্থীরা তফসিল ঘোষণার সময় ভর্তি ছিলেন না, তাই এই নির্বাচনে তাদের ভোটাধিকার নেই। রাকসু নির্বাচনকে ঘিরে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।



বিষয়: hustle and bustle


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top