রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

হাটহাজারীতে উত্তেজনার পর ১৪৪ ধারা জারি, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে উত্তেজনাকর পরিস্থিতির পর উপজেলা প্রশাসন জারি করেছে ১৪৪ ধারা। শনিবার রাতে জুলুসের গাড়িতে হামলার ঘটনার পর সুন্নী ও কওমি সমর্থকরা মুখোমুখি অবস্থানে গেলে রাত ১১টায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর সেনাবাহিনী ও পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তা ছাড়ার আহ্বান জানায়।

শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকলেও, রবিবার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে মহাসড়কে আবারও গাড়ি চলাচল শুরু হয়।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষই আপাতত নিজ নিজ স্থানে অবস্থান করছে, তবে পরিস্থিতি এখনও থমথমে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top