রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে সহিংসতা, পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর নুরাল পাগলের দরবারে সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।

শনিবার রাতে যৌথ অভিযানে গোয়ালন্দঘাট থানা ও ডিবি পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারদের মধ্যে আছেন— উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, ছাত্রলীগ নেতা মাসুদ মৃধা ও আরও তিনজন।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার জুমার নামাজের পর। তৌহিদি জনতার ব্যানারে বের হওয়া মিছিলে দরবারে হামলা হয়। ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হন।

এ সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ১০–১২ জন পুলিশও আহত হন। পরে নুরাল পাগলের কবর ভেঙে মরদেহ তুলেই তা পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান— দরবারের ভেতরে কবরের ওপর নির্মিত স্থাপনাটি কাবা শরীফের মতো হওয়ায় ধর্মপ্রাণ মানুষজন আপত্তি জানাচ্ছিলেন। কয়েকদিনের উত্তেজনার পরই এই সহিংসতা ঘটে। পুলিশ বলছে, মামলায় অভিযুক্ত আছেন ৩ হাজারেরও বেশি মানুষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top