শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাকসু ভোট: সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণার আশা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু নির্বাচনের ফলাফল আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ঘোষণা করার আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

তিনি জানান, ভোট গণনার কাজ শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচনের পুরো প্রক্রিয়া তিন দিন ধরে চলে, যেখানে জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা করা হয়েছে।

নির্বাচনের আগে ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বয়কট করে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগসহ নানা অনিয়মের কারণে একজন নির্বাচন কমিশনারসহ চারজন বিএনপিপন্থি শিক্ষক পদত্যাগ করেন।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮। নির্বাচনে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনের ফলাফল সন্ধ্যা সাতটার দিকে ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top