হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

হাসপাতাল মানেই রোগীদের জন্য এক ধরনের আতঙ্ক। আর সেই আতঙ্কের ভেতরে নতুন করে যোগ হয় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। অনেক সময় ডাক্তারদের চেম্বার বা ফার্মেসির সামনে ভিড় জমে যায় এসব প্রতিনিধিদের কারণে। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির পাশাপাশি হাসপাতালের কর্মপরিবেশও ব্যাহত হয়।
এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে, এসব প্রতিনিধি চিকিৎসকদের অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করতে প্রভাবিত করেন।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণে কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদফতর। গত বৃহস্পতিবার অধিদফতরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খানের স্বাক্ষরিত এক পরিপত্রে নতুন নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে মোট আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রণে।
সপ্তাহে কেবল দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
নির্ধারিত সময় ছাড়া কোনো প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার ভেতরে অবস্থান করতে পারবেন না। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।