রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়নে কথা কাটাকাটির জেরে বৃদ্ধকে পিটিয়ে জখম

খুলনা (ডুমুরিয়া) প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের বারের পুকুর মোড়ে চায়ের দোকান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় তিন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল মোড়লের চায়ের দোকানে নিয়মিত তাস ও জুয়ার আসর বসতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় দোকানে আসা-যাওয়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এক পর্যায়ে রুবেল ফকির ও তার অনুসারীরা আসাদুল মোড়ল, বাবুর আলী মোড়ল ও আবুল মোড়লকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আসাদুল মোড়ল বলেন,“আমি আমার দোকানে আসা-যাওয়া বন্ধ করতে বললে রুবেল ফকির ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার দুই ভাই মারাত্মক জখম হয়।”

অন্যদিকে, পাশের মুদি দোকানদার শফিকুল ইসলাম জানান, সংঘর্ষ ঠেকাতে গেলে তাকেও তার ছেলেসহ মারধর করা হয় এবং দোকানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তিনিও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে রুবেল ফকির বলেন,“আসাদুলের দোকানে নিয়মিত তাস ও জুয়ার আসর বসে। আমি ও আমার পিতা নিষেধ করতে গেলে আমাদের ওপরই হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে হাতাহাতি সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে যায়।”

এ ঘটনায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন,“আমরা তিন পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top