কুষ্টিয়ায় বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩

ছবি: সংগৃহীত

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল ৯টায় রাজধানীর তেজকুনি পাড়া মসজিদে হয় প্রথম জানাজা। এরপর তার মরদেহ নেওয়া হয় ‘অচিন পাখি’ গানের স্কুলে।

সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে এক ঘণ্টা শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১১টায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, যেখানে হয় আরেক দফা জানাজা।

এরপর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। বাবা-মায়ের কবরের পাশে পৌর কবরস্থানে তার চিরনিদ্রায় শায়িত করা হয়।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভীন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে লালন গানের ধ্বজা উঁচিয়ে রেখেছেন।

খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’— তার কণ্ঠে লালনের গান পেয়েছে নতুন জীবন। বাংলার মানুষ তাকে ভালোবেসে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top