গোপালগঞ্জে ভাড়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জ প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাড়া বোটঘাট নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার মালিখালী বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বোটঘাটকে কেন্দ্র করে স্থানীয় যুবক মো. রহমান (২৫) ও সাগর মোল্লা (২১) পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), এক উপ-পরিদর্শক (এসআই) এবং চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হোসেন জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top