মানব পাচারের অভিযোগে পাটগ্রামে সাংবাদিকের মামলা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে প্রেমের প্রলোভন দেখিয়ে ভারতীয় এক তরুণীকে অবৈধভাবে বাংলাদেশে এনে পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় মানবপাচারকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাব পাটগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব পাটগ্রাম ও পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে পাটগ্রাম বাঙালিয়ানা হোটেলের পেছনে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম মিটুর বাসা থেকে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী রিংকি বেগম ওরফে রিয়া মনি এবং পাটগ্রাম পৌর এলাকার রবিকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে রবির পরিবার মেয়েটিকে বিয়ের আশ্বাস দিলেও কিছু সময় পর রবি ও তার পরিবার পালিয়ে যায়।

 

পরবর্তীতে তরুণীকে তার আত্মীয়ের বাসায় রাখা হলেও কোনো সমাধান না হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে বিজিবির মাধ্যমে ভারতে হস্তান্তর করে।

 

ভারতে ফেরত যাওয়ার আগে রিংকি বেগম সাংবাদিকদের জানান, "ভালোবাসার জন্য নয়, আমাকে পাচারের উদ্দেশ্যেই বাংলাদেশে আনা হয়েছিল। রবির পরিবারের বড় বোন শিখা আপুই আমাকে আসতে বলেছিলেন।" তার বাবা আব্দুর রহিমও অভিযোগ করে বলেন, "ভালোবাসলে তো মেয়েকে বিয়ে করতো, কিন্তু ধরা পড়ার পর পালিয়ে গেছে।"

 

অভিযোগে রবি ও তার বড় বোন শিখাকে আসামি করা হয়েছে। বাদী সাফিউল ইসলাম বলেন, “পাটগ্রাম সীমান্তবর্তী হওয়ায় নারী ও মাদক পাচারের ঝুঁকি সবসময় থাকে। রবি অবৈধভাবে মেয়েটিকে এনেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বড় একটি পাচারচক্রের সন্ধান মিলতে পারে।”

 

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, “এ অভিযোগে এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। মেয়েটিকে ভারতে মামলা করতে বলা হয়েছে। ভারত থেকে তদন্ত সংক্রান্ত নথি এলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top