সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

চুয়াডাঙ্গায় সুদের টাকার জন্য মরদেহ দাফনে বাধা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

টাকার জন্য মরদেহ দাফনে বাধা। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের নতুনপাড়ায় রোববার (২১ সেপ্টেম্বর) এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। হারুন চিতলা গ্রামের রাজমিস্ত্রি, মেহেরপুরের মহাজনপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মরদেহ গ্রামে আনার পর আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল।

সেই সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, হারুনের কাছে তার ১৫ হাজার টাকার সুদ পাওনা রয়েছে। সুদের টাকা না পেলে মরদেহ দাফন করতে দেবেন না বলে পরিবারকে হুমকি দেন। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা টাকা পরিশোধ করলে মর্জিনা মরদেহ দাফনের অনুমতি দেন।

গ্রামবাসী ও উপস্থিতরা এই ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, “এটি অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের সুদ কারবারিদের বিচার হওয়া উচিত।”
দামুড়হুদা ইউএনও তিথী মিত্রও ঘটনার ভিডিও দেখে বলেন, “এটি অত্যন্ত অমানবিক, আমি খোঁজখবর নেব।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top