পঞ্চগড়ে বিএনপি নেতা ওসমান গণির জামায়াতে ইসলামীতে যোগদান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি নেতা ওসমান গণি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় গ্রামভিত্তিক নির্বাচনী সভায় সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
ওসমান গণি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
যোগদান অনুষ্ঠানের আগে ভোটারদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া।
বিএনপি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগদানের কারণ জানিয়ে ওসমান গণি বলেন,
“আমি দীর্ঘদিন ধরে বিএনপি করতাম, একদম জিয়াউর রহমানের আমল থেকে। কিন্তু দলের প্রতি একসময় থেকে আমার ঘৃণা জন্মেছে। আমি কিছু দিন ধরে নিয়ত করেছিলাম ইসলামি দল করব। তাই আজকে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।”
দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন এ বিষয়ে বলেন,
“ওসমান গণি চাচা কয়েক দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে রোববার রাতে গ্রামভিত্তিক নির্বাচনী সভায় সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।”
তবে এ দাবি অস্বীকার করেছেন টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মোতালেব বাবুল। তিনি বলেন,
“এগুলো মিথ্যা কথা। তিনি কোন ফরম পূরণ করেননি। মুরব্বি মানুষকে মিটিংয়ে ডেকে নিয়ে মিসগাইড করা হয়েছে। তিনি এখনো আমাদের দলেই আছেন।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।