নারায়ণগঞ্জে ভাগাড়ে মিললো ৫ বস্তা এনআইডি কার্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

সংগৃহীত

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে মিললো ৫ বস্তা এনআইডি কার্ড, পোলিং কর্মকর্তার কার্ড আর সিল! রোববার রাতে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার ভাগাড় থেকে এসব উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান— একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে বস্তাগুলো ফেলে দ্রুত চলে যায়। স্থানীয়রা ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ বস্তা এনআইডি, পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কারা এগুলো ফেলেছে তা তদন্ত চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার। বর্তমানে এগুলো জেলা নির্বাচন কমিশনের হেফাজতে রাখা হয়েছে।

হঠাৎ করে ময়লার ভাগাড়ে এনআইডি আর নির্বাচনসংশ্লিষ্ট উপকরণ পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্য ঘনীভূতই থাকছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top