পটুয়াখালীতে মলামিয়া হত্যাকাণ্ড প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বালীয়াতলী শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিতু, সুমাইয়া; অষ্টম শ্রেণীর রায়হান; দশম শ্রেণীর নদী ও শাকিল; এবং শিক্ষক গোলাম মোস্তফা ও জাকারিয়া। তারা লামিয়াকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন।

শিক্ষার্থীরা অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ যেন ভবিষ্যতে কেউ করতে না পারে, এজন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক।” এছাড়া, লামিয়া হত্যাকাণ্ডের দোষীদের যথাযথ বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এই বিক্ষোভের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছে, শিশুর নিরাপত্তা এবং অপরাধের শাস্তি নিশ্চিত করা সবার দায়িত্ব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top