নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ২৪ জন আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় পুলিশের, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভ্রাম্যমান আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে জিমখানা লেকপার্ক এলাকায়।

ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন-

  • মো. ফয়সাল (২১) – ১২ দিন

  • রিফাত (২০) – ১২ দিন

  • জুবায়ের ভূঁইয়া রানা (৩৬) – ২০ দিন

  • মো. মোস্তফা হোসেন (২৬) – ১৪ দিন

  • অভিনন্দী (৩০) – ৭ দিন

অভিযানের সময় আরও ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জনকে সদর মডেল থানায় যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। বাকি তিন জনের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা হলেন- আলম চাঁন, পারভীন আক্তার ও আফরিনা ওরফে হাসি।

পুলিশ জানায়, আলম চাঁনের বসতঘর থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, ছোরা, চাপাতি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পারভীন আক্তার ও আফরিনা ওরফে হাসির কাছ থেকে যথাক্রমে ২৪ ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে নিশ্চিত করেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জিমখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে আগেই ওয়ারেন্ট ছিল। তাদের বিরুদ্ধে মামলা হবে। এছাড়া ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ জনকে সাজা দেওয়া হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top