পদত্যাগের কারণ জানালেন ববির রেজিস্ট্রার

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫

সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের দপ্তরে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়ে ড. মুহসিন উদ্দীন জানান,

“আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখনই স্পষ্ট করেছিলাম— ছয় মাসের বেশি এই পদে থাকব না। এখনো মেয়াদ শেষ হতে ২০-২৫ দিন বাকি থাকতেই পদত্যাগ করেছি।”

তিনি আরও বলেন,

“ইউজিসির স্পিন্ডেল প্রকল্পের একটি টিম বাজেট অ্যাসেসমেন্টের জন্য এসেছিল। কিন্তু তারা কিছু ভিন্নধর্মী পর্যবেক্ষণ দেয়, যার কয়েকটি মন্তব্য সরাসরি আমার ব্যক্তিগত বিষয়ে ছিল। যেমন— একজন অধ্যাপক কেন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন, কেন আমি সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত থাকি, কেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করি বা ক্যাম্পাসে অবস্থান করি না— এসব মন্তব্য আমার কাছে অযৌক্তিক ও অপমানজনক মনে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন,

“আমি শুনেছি তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনো তা আমার হাতে পৌঁছায়নি।”

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগ দেন। ছয় মাস মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top