খুলনায় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৬

সংগৃহীত

বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা ও নীতিগত সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে খুলনার মোবাইল ব্যবসায়ীরা সোমবার (২৪ নভেম্বর) নগরীর শিববাড়ির মোড়ে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন।

খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ এবং ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। তাদের দাবি, এ নীতি কার্যকর হলে মোবাইল ফোনের দাম বাড়বে, কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ধ্বংসের মুখে পড়বে।

বক্তারা আরও অভিযোগ করেন, দেশের মোবাইল বাজার বর্তমানে মাত্র ৮–৯ জন লাইসেন্সধারীর হাতে কেন্দ্রীভূত। ২০ কোটি মানুষের দেশে এত সীমিত সংখ্যক লাইসেন্স অযৌক্তিক বলে তারা উল্লেখ করেন। বাজারে ভারসাম্য ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে অন্তত পাঁচ হাজার লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা।

খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল এবং শাহনাজ আলী জনি।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top