গণসংবর্ধনায় যাওয়ার পথে নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ থেকে আসা দলের নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের বহনকারী বাসটি রাজধানীর পূর্বাচলের দিকে যাওয়ার সময় আমতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। বাসটি ভাঙচুর করা হয় এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে অভিযোগ করেন, “নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে তাদের গাড়িবহরে হামলা চালায়। হামলায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুহিনর মিয়া বলেন, মহাসড়কে বাসের ওপর হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। আহত বাসচালককে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হেলপার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটি কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল।
ওসি আরও জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে তর্কের একপর্যায়ে শিবপুরের আমতলা এলাকায় ওই পিকআপ ভ্যানের চালক ও সহযোগীরা বাসটি আটকে হামলা ও ভাঙচুর চালায়। এতে চালকসহ কয়েকজন যাত্রী কাচের টুকরায় আহত হয়েছেন।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন জড়িত আছে কি না, তা জানতে ঘটনা তদন্ত করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।