মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২

সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক জরুরি বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি জানানো হবে।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিবও সম্ভাব্য নতুন তারিখ দ্রুত জানানো হবে বলে আশ্বস্ত করেছেন।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তখন অধিদফতর জানিয়েছিল, পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড শুরু করেছিলেন। তবে মঙ্গলবার অধিদফতরের উচ্চপর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top