খুলনায় সিআইডি সদর দপ্তরে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ২২:৩৪

সংগৃহীত

খুলনার সিআইডি সদর দপ্তরে সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিআইডির চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন কক্ষে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এসির বিস্ফোরণ ঘটে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আগুন লাগার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন বলেন, দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুন শর্টসার্কিট থেকে লেগেছে এবং রাসায়নিক পরীক্ষকের কক্ষে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top