মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

আওয়ামীলীগ করে ভুল করেছি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৩:৩৫

সংগৃহীত

জেলা আওয়ামী লীগের দুই নেতা ভুল বোঝাবুঝি ও অজান্তে পদ পাওয়ার পর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে চিলমারীর অষ্টিমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা দুই নেতা হলেন – অষ্টিমির চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।

সংবাদ সম্মেলনে ফুলমিয়া লিখিত বক্তব্যে জানান, ২০০১ সাল থেকে তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিন বছর আগে স্থানীয় চাপে ও এলাকার উন্নয়নের স্বার্থে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে তিনি নিজের ভুল বুঝে সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।

মোসলেম উদ্দিন ফকির বলেন, তার নাম ভুলক্রমে ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কোনো দলীয় কার্যক্রমে জড়িত না থাকার কারণে পদত্যাগ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top