ফায়ারিং প্রশিক্ষণে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল, বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায় গুলি
টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১৭:৫১
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া নামের এক পুলিশ কনস্টেবল। গুলিটি তার বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢামেকে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় হঠাৎ ফায়ার হয়ে এই দুর্ঘটনা ঘটে।
তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত তার বুকে গুলি লাগে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর মাসুম প্রশিক্ষণে ছিলেন। সোমবার সকালে অস্ত্র চালনার প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, চলমান ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি মাসুমের ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।