মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দাম্পত্য কলহের জেরে, স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৭

সংগৃহীত

দাম্পত্য কলহকে কেন্দ্র করে মাদারীপুরে এক নারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভোররাত ৪টার দিকে (১৭ জানুয়ারি) মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকার মাতুব্বর বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে পুলিশ অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে (২৮) আটক করেছে।

ভুক্তভোগী মোঃ হাবিব মাতুব্বর (৩২) একই এলাকার মৃত রশিদ মাতুব্বরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, বিশেষ করে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে। একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমস্যা মীমাংসা হয়নি। শুক্রবার রাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।

হাবিব মাতুব্বর গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। ঘটনাস্থল থেকে ব্লেডও উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগীর চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে শিউলি বেগম ব্লেড দিয়ে হাবিবের পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করেন।

অভিযুক্ত শিউলি বেগম জানিয়েছেন, স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই কারণে ক্ষোভের বশেই তিনি ওই ঘটনা ঘটিয়েছেন।

অন্যদিকে হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে তা আমি জানি না। আমি অবশ্য মামলা করবো।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলি বেগমকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শুনেছি স্বামী দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন, সম্ভবত এ কারণে এই ঘটনা ঘটেছে।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top