শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তার ভাইয়ের মধ্যে মতবিরোধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৩:২৬
যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মেজ ভাই, শরীফ ওমর বিন হাদি। তিনি এখনও যোগদান করেননি।
যোগদানের আগে ওমর বিন হাদি চান, শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদি-কেও সঙ্গে নিতে। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, “ফিরনাসকে সবাই নিতে চাইবে, এটা স্বাভাবিক। তবে তার বাবা একজনই—শহীদ ওসমান হাদি।”
পরিবারের এই মতবিরোধ সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। শেয়ার করা পোস্টে ওমর বিন হাদি লিখেছেন, “ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও। নিরাপদ বসবাসের জন্য তাকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে চলে যাবো।” এর উত্তরে রাবেয়া ইসলাম শম্পা পোস্ট শেয়ার করে লিখেছেন, “ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট নয়, কেউ চাইলেই নিতে পারবে না।”
এর আগে, ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে ১৮ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে মারা যান। ২০ ডিসেম্বর তার জানাজায় লাখো মানুষ অংশ নেন।
সংযুক্ত প্রশাসন সূত্রে জানা গেছে, ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বারা ঘোষণা করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।