ফেসবুক প্রেমে বাংলাদেশে এসে বিয়ে না করেই দেশে ফিরলেন চীনা যুবক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৮:৩৫
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জামালপুর সদর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশে আসা চীনা যুবক ওয়াং নাং অবশেষে বিয়ে না করেই নিজ দেশে ফিরে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশি ব্যবস্থাপনায় চীনা নাগরিক ওয়াং নাংকে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ওয়াং নাংয়ের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তিনি সিচুয়ান প্রদেশ থেকে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রেমিকা ও তার ভ্যানচালক বাবার সঙ্গে গ্রামের বাড়িতে যান তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নেন। সেখানে আলোচনা শেষে চীনা যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, “চীনা যুবকটি নাস্তিক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করতে না পারায় মেয়ের বাবা বিয়েতে রাজি হননি। এ কারণে পুলিশকে বিষয়টি জানানো হয়।”
নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান জানান, ওয়াং নাং নামের ওই চীনা নাগরিক বৈধ এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে তাকে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয়েছে, যাতে তিনি নিজ দেশে ফিরে যেতে পারেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।