ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বকাপের আয়োজন অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৯:৩২
ভারতের পশ্চিমবঙ্গে নতুন স্ট্রেনের নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকা টুর্নামেন্টে সংক্রমণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্ট্রেনের কারণে এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট পাঁচজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের সংস্পর্শে আসা অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতি অবনতি হলে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা এবং খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতে পারে।
বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিসিবি ও আইসিসির মতবিরোধের কারণে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় নিরাপত্তা শঙ্কার কারণে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে যুক্ত করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে, তাদের অংশগ্রহণ সরকারের অনুমতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি খারাপ হলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে বলে আলোচনা চলছে।
বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাসকে বিশেষজ্ঞরা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে উল্লেখ করছেন। এর মৃত্যুহার অনেক ক্ষেত্রে উচ্চ এবং কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইসিসি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বিকল্প হিসেবে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।