মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লকডাউনে সাতক্ষীরায় জরুরী প্রয়োজন ছাড়া কেউ বেড় হচ্ছে না

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ২২:৪১

লকডাউনে সাতক্ষীরায় জরুরী প্রয়োজন ছাড়া কেউ বেড় হচ্ছে না

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় জরুরী প্রয়োজন ছাড়া খুব বেশী কাউকে বাইরে দেখা যাচ্ছে না।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের অধিকাংশ সড়ক ফাঁকা দেখা গেছে। শহরব্যাপী লোকচলাচল অন্যদিনের তুলনায় অনেক কম রয়েছে।

শহরের প্রাণকেন্দ্রগুলিতে দোকানপাট বন্ধ রয়েছে। তবে, ওষুধের দোকান খোলা রয়েছে। সকাল থেকে সাতক্ষীরা শহরে ভ্যান ও ইজিবাইক ছাড়া অনান্য যান চলাচলও বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রশাসনকে যথেষ্ট তৎপর থাকতে দেখা গেছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ কারণ ছাড়া যাতে মানুষ রাস্তায় না নামে ও গাড়ি ব্যবহার না করে সেজন্য মোড়ে মোড়ে পুলিশ চেক পোষ্ট বসিয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top