মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২৮ মে ২০২১, ১৯:২৬

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ছাফয়ান মৃধা(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার টুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাফয়ান মৃধা টুপুরিয়া গ্রামের কেরামত মৃধার ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে কেরামত মৃধা ছেলে ছাফয়ানকে সাথে নিয়ে বাড়ির পাশের জামে মসজিদে কোরআন শরীফ পড়তে যান। কিছুক্ষণ পরে ছাফয়ান বাড়ির কথা বলে মসজিদ থেকে চলে আসে। কেরামত মৃধা কোরআন শরীফ পড়া শেষ করে বাড়িতে এসে ছেলেকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।

পরবর্তীতে পরিবারের লোকজন ছাফয়ানকে মসজিদের পাশের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ছাফয়ানের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top