মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে পিস্তল ও গুলি উদ্ধার

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ৩১ মে ২০২১, ০৫:৫৪

সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে পিস্তল ও গুলি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে একটি ইউএসএ পিস্তল ও ৯ রাউন্ড গুলি সহ দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের মেজর রেজার নেতৃত্বে একটি টহল দল ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ ভাদিয়ালীর একটি কবরস্থানের পাশ থেকে উক্ত অস্ত্র উদ্ধার করে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গোপনসূত্রে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top