মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লকডাউনের অজুহাতে চড়া সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২১:৫৬

লকডাউনের অজুহাতে চড়া সবজির বাজার

করোনা বিস্তার ঠেকাতে চলমান লকডাউন ও রোজাকে কেন্দ্র করে সবজির চড়া বাজারে উত্তাপ এখনও কমেনি। প্রতিদিনই দাম বাড়ছে। এ সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে শসা, টমেটো ও লেবুর দাম। ইফতার উপকরণ হিসেবে এগুলোর চাহিদা থাকায় ব্যবসায়ীরা খুচরা বাজারে দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের।

অন্যদিকে নানা অজুহাতে দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। এ অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ৫০-৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এ কারণে নাভিশ্বাস বেড়েছে ক্রেতাদের।

সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর শুক্রাবাদ, হাতিরপুল ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, মটরশুঁটি, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, পাতাকপি, সাজনা, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ধুন্দল, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সব ধরনের শাকসবজির দামই বেড়েছে।

এর মধ্যে শসা ও বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। গত সপ্তাহে এগুলোর দাম ছিল বর্তমান দামের অর্ধেক। একই সঙ্গে আলু ২৫ টাকা, টমেটো ৪৫ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ৪৫ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচা কলা ৫৫ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, লেবু হালিপ্রতি ৪০-৫০ টাকা, চিচিংগা ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আঁটিপ্রতি লাল শাক ২৫ টাকা, পালং শাক ২০-২৫ টাকা, পুঁইশাক ২০ টাকা, পাটশাক ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top