বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আনুশকা শেঠির নতুন সিনেমা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৩:০১

আনুশকা শেঠির নতুন সিনেমা

নতুন সিনেমার ঘোষণা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’র পর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি।

রবিবার (৭ নভেম্বর) ছিল আনুশকার জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। এক টুইটে আনুশকা লিখেন—‘আপনাদের সবার সামনে আমার পরবর্তী সিনেমার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার পরবর্তী সিনেমার পরিচালক মহেশ বাবু পি।’ জানা গেছে, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন‌্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।

এখনো চূড়ান্ত হয়নি আনুশকার নতুন সিনেমার নাম। এটি প্রযোজনা করবেন ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা-ও জানা যায়নি এখনো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top