শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

তারকাদের 'নো মেকআপ লুক' ঘিরে আলোচনা সামাজিক মাধ্যমে

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১৮:৩৩

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নানা ট্রেন্ড ঘুরে বেড়ায়। কখনো গানের, কখনো নাচের, আবার কখনো পানির গ্লাসের নিচে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হলুদের গুঁড়া দেওয়ার মতো অদ্ভুত ট্রেন্ড। এবার সেই ধারায় যুক্ত হলো নতুন এক ট্রেন্ড—‘নো মেকআপ লুক’।

গত কয়েকদিন ধরে দেশের একাধিক তারকা কোনো রকম মেকআপ বা ফিল্টার ছাড়াই নিজেদের স্বাভাবিক রূপে প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। এই সাহসী উদ্যোগকে অনেকেই প্রশংসা করছেন, কেউ কেউ একে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার প্রতীক বলেও দেখছেন।

এই ট্রেন্ডের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নাম। সম্প্রতি একটি পোস্টে তিনি নিজের নো মেকআপ লুক প্রকাশ করেন, যেখানে মুখের দাগ, চোখের নিচে কালশিটে ভাব এবং তৈলাক্ত ভাব স্পষ্ট ছিল। তবুও ভক্তদের ভালোবাসা কমেনি; বরং ভিন্নরূপে নিজেকে মেলে ধরার জন্য প্রশংসা পেয়েছেন।

ছবির ক্যাপশনে বাঁধন লেখেন,
'আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই। নিজের মতো করে বাঁচার ও নিজের কথা বলার যে সাহস আমি অর্জন করেছি, সেটাই আমার আসল সম্পদ।'

এরপর আলোচনায় উঠে আসেন অভিনেত্রী আশনা হক ভাবনা। তিনিও নিজের নো মেকআপ ছবি প্রকাশ করে লিখেছেন,
'মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।'
তার এই স্বচ্ছ এবং আত্মবিশ্বাসী রূপ ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন মেহের আফরোজ শাওন-ও। তিনি শুক্রবার একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে নিজের নো মেকআপ লুক প্রকাশ করেন। ছবিতে চোখ-মুখে ক্লান্তি ও অগোছালো চুল দেখা গেলেও, ভক্তদের ভালবাসা ও প্রশংসায় ভাটা পড়েনি। ক্যাপশনে তিনি লিখেছেন:
'যেরকম সত্যিকারের আমি।'

এর আগেও রুনা খান-কে নিউইয়র্ক থেকে ঘরোয়া ও খোলামেলা রূপে দেখা গেছে, যা নিয়েও আলোচনা হয়েছিল সামাজিক মাধ্যমে।

সব মিলিয়ে এখনকার ‘মেকআপ ও ফিল্টার নির্ভর’ যুগে তারকাদের এই সাহসী প্রকাশভঙ্গি নতুন এক বার্তা দিচ্ছে— নিজেকে গ্রহণ করাই আসল সৌন্দর্য।
এই ট্রেন্ড শুধু তারকাদের আত্মপ্রকাশ নয়, বরং সমাজে সৌন্দর্যবোধ ও আত্মবিশ্বাস নিয়ে চলমান ধারণারও ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top