রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১৭:০৫

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরের সাহেব কোয়ার্টার এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। যেটি দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা। এই সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে চিত্রশিল্পী জয়নুল আবেদিনের স্মৃতিকে কেন্দ্র করে, যিনি ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহের বর্তমানে কিশোরগঞ্জের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে এই ব্রহ্মপুত্র নদ পাড়েই, যেখানে বসে তিনি ছবি আঁকতেন।


সংগ্রহশালাটি একসময় ব্রিটিশ পাট ব্যবসায়ী বার্টনের বাসভবন ছিল, পরে নলিনী রঞ্জন সরকার এটি কিনে নেন। দেশভাগের পর এটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের দখলে আসে। ১৯৭৫ সালে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এটি জয়নুল আবেদিন সংগ্রহশালা হিসেবে উদ্বোধন করেন। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয়।


দুইতলা ভবনের দ্বিতীয় তলায় রয়েছে তিনটি গ্যালারি—যেখানে প্রদর্শিত হয় শিল্পাচার্যের ১৮৯টি মৌলিক চিত্রকর্ম এবং ৫৩টি আলোকচিত্র ও জীবনী সংক্রান্ত তথ্য। নিচতলায় রয়েছে প্রশাসনিক কার্যালয়। সংগ্রহশালার সামনে রয়েছে জয়নুল আবেদিনের ভাস্কর্য ও ছোট মাঠ ও সাংস্কৃতিক মঞ্চ। এখানে শিশুদের জন্য ‘জয়নুল শিশু চারুপীঠ-এ চারুকলা শিক্ষা দেওয়া হয়।

প্রতি সপ্তাহে হাজারো দর্শনার্থী এখানে আসেন। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা, বিদেশিদের জন্য ৫০০ টাকা। এছাড়া রয়েছে মিলনায়তন, কটেজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে - দুর্ভিক্ষ - নদী পারাপারের অপেক্ষায় পিতা-পুত্র এবং গুণটানা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top