বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সুরের পাশে সমবেদনা: মাইলস্টোন দুর্ঘটনায় পাশে নগরবাউল জেমস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৭:০৭

ছবি: সংগৃহীত

দেশ যখন শোকে স্তব্ধ, তখনই এক ব্যতিক্রমী মানবিকতার নজির গড়লেন রক লিজেন্ড নগরবাউল জেমস। মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছেন তিনি—তারই চলমান যুক্তরাষ্ট্র সফরের একটি কনসার্টের মাধ্যমে।

বর্তমানে জেমস আছেন আমেরিকায়। সেখানে চলছে তার কনসার্ট ট্যুর। ২৫ জুলাই, ফিলাডেলফিয়ায় আয়োজিত একটি কনসার্টের টিকিট বিক্রির আয়ের একটি অংশ সরাসরি দেওয়া হবে মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য।

আয়োজক রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে: এই কনসার্ট শুধুই বিনোদনের জন্য নয়, এটা সহমর্মিতার জন্য, ঐক্যের জন্য। আমরা চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যেন কিছুটা হলেও ব্যথিত হৃদয়গুলোর পাশে দাঁড়ানো যায়।

নিজের অফিশিয়াল ফেসবুক থেকে জেমস একটি শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন—এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল। তিনি আরও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সব উদ্ধারকর্মীর প্রতি—যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

জেমস ও তার দল জানিয়েছেন, তারা মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো পরিবারের পাশে আছেন। সামনে আরও কনসার্ট রয়েছে—২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজে ‘ফ্রিডম হাই স্কুল’-এ যেখানে অংশ নেবেন প্রীতম ও প্রতীক হাসানও। এই কনসার্টের আয়ে থাকবে বাংলাদেশের প্রতি ভালোবাসা আর সহমর্মিতা। এ শুধু কনসার্ট নয়, এ এক মানবিক সংহতির মঞ্চ। শিল্প যখন মানুষের পাশে দাঁড়ায়, তখন সুরও হয়ে ওঠে শক্তি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top