বড় ছেলেকে মিস করছেন শাকিব খান
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৮:৩০

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকায় বড় ছেলে আব্রাহাম জয়কে মিস করছেন ঢালিউড কিং শাকিব খান । সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে পার্কে ঘুরতে যান ছোট্ট ছেলে শেহজাদ খান বীর ও তার সাবেক স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী । সেই পার্কে শাকিব-বুবলির একসাথে কাছাকাছি ছবি দেখে তোলপাড় বিনোদন অঙ্গন ।ছবিগুলো দেখে নানারকম মন্তব্য করেন নেটিজেনরা।
অনেকে অপেক্ষা করছিলেন ছবিগুলো দেখে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার ।কিন্তু এই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি ।এমন সময় শনিবার দুপুরে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি শেয়ার করেন । আর সেই ছবির উপরে শাকিব খান লিখেছেন,‘মিস ইউ পাপা’।শাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।