সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

লাল শাড়িতে রাজকীয় রূপে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

সংগৃহীত

অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করা তার কাছে নতুন কিছু নয়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একেবারে রাজকীয় রূপে। চলতি বছরের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান লাল শাড়িতে বধূ সাজে স্নিগ্ধ এবং দ্যুতিময় উপস্থিতিতে মুহূর্তেই নজর কাড়লেন অনুরাগীদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি এক গুচ্ছ ব্রাইডাল লুকের ছবি প্রকাশ করেছেন। এই ছবিতে দেখা যায় ক্ল্যাসিক অন্দরমহলের আবহে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ এবং নিখুঁত এমব্রয়ডারির লাল বেনারসি শাড়িতে তিনি দর্শনীয়।

সাদিয়ার স্নিগ্ধ মুখাবয়ব, লাল টিপ, গাঢ় কাজল, চোখের গভীর সাজ এবং ঠোঁটে লালের উষ্ণ ছোঁয়া তার এই রূপকে আরও উজ্জ্বল করেছে। খোলা চুলে হালকা কার্ল এবং মানানসই অলঙ্কার—মাথায় টিকলি ও ঝাপটা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী সৌন্দর্য ও আধুনিক রুচির অপূর্ব মেলবন্ধন ফুটে উঠেছে।

এই সাজ শুধুমাত্র ফ্যাশনের গল্প নয়, বরং আত্মপরিচয়ের প্রতীকও বটে। নিজের পরিশ্রম এবং সিদ্ধান্তের স্বাধীনতার মাধ্যমে অর্জিত সাফল্যকে সাদিয়া রানি হিসেবে অনুভব করতে পছন্দ করেন—এমন মন্তব্য আগেও তিনি করেছেন। ছবিতে দৃপ্ত ভঙ্গিমা ও আত্মবিশ্বাস এই কথারই প্রতিফলন।

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমার পর নতুন করে আলোচনায় এসেছেন সাদিয়া আয়মান। এর আগে তিনি ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ এবং ‘প্লিজ গো’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top