বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

কেন আত্মহননের চিন্তা থেকে সরে এলেন হিরো আলম

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৩:১৮

ছবি: সংগৃহীত

সন্তানদের অনুরোধে আত্মহননের চিন্তা থেকে সরে এলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ।সম্প্রতি রিয়া মণি তার প্রেমিক ম্যাক্স অভির সাথে কক্সবাজারের একটি রিসোর্টে রাত কাটায় । তারপরই রিয়া মণির উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তিনি রিয়া মণির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ,ডিভোর্স না দিয়ে তিনি পরক্রিয়াতে লিপ্ত । তারপরই রিয়া মণি জানায় ,তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন । এর জের ধরে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যা করার ঘোষণা দেন ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম বলেন, ‘আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়েল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।অন্য একটি পোস্টে আলম বলেন, ‘আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিল।’তবে সন্তান এবং পরিবারের অনুরোধে তিনি এই স্বীদ্ধান্ত থেকে সরে আসেন ।আত্মাহত্যার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়ে দেন হিরো আলম ।



বিষয়: newsflash71


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top