নতুন লুকে দর্শকদের মুগ্ধ করছেন টাইগার শ্রফ
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৬:১৫

আবারও সিনেমায় আক্যাশন এর ঝড় তুলতে এসেছেন টাইগার শ্রফ । ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা বাগী ৪ এ তার নতুন লুকের চমক দেখাতে আসবেন তিনি ।বরাবরই আক্যাশনের জন্য বিভিন্ন সিনেমায় প্রশংসা কুড়িয়েছে এই তারকা ।আবারো থ্রিলার মুভি বাগি ৪ এ আক্যাশন নিয়ে পর্দার সামনে হাজির হবেন টাইগার ।
মঙ্গলবার (১২ আগস্ট ) বাগী ৪ এর টিজার মুক্তি পেলে নেটদুনিয়ায় ঝড় উঠে ।টিজারে তাকে দেখা যায় , একটি কোমডের ওপর টাইগার বসে আছেন ।চারিদিকে রক্ত ছড়িয়ে ছিলো ।আর তার ঠোঁটে ধরা সিগারেট, হাতে মদের বোতল ।নতুন লুকে তাকে দেখতে পেয়ে দর্শক মুগ্ধ । এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ।তবে নেটিজেনরা বাগীর ৪ এর টিজারের সিন দেখে অ্যানিমেলের সাথে তুলনা করছেন । এমনকি টাইগারের এই নতুন লুক দেখে অনেকেই ‘অ্যানিমেল’ সিনেমার রণবীরের সঙ্গে তুলনা করেছেন টাইগারকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।