ওমরা শেষে গরু বিক্রেতার বাড়িতে অপু বিশ্বাসের আগমন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১১:০৮

ওমরা শেষে আমন্ত্রণ জানালেন গরু বিক্রেতা রইস উদ্দিন, আর সেই আমন্ত্রণেই নাটোরের সিংড়ার পাকুরিয়া গ্রামে হাজির হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ফেসবুক লাইভে দেখা যায়, গ্রামের মেঠোপথে রইস উদ্দিনের সঙ্গে হেঁটে তার বাড়িতে যাচ্ছেন অপু। গ্রামে উপস্থিত ভক্তদের উপচে পড়া ভিড়ও ধরা পড়ে ক্যামেরায়।
মনে আছে তো, এবারের ঈদুল আজহায় গরু বিক্রি করে জাল নোটের শিকার হয়েছিলেন এই বৃদ্ধ। সেই সময় তার পাশে দাঁড়ান অনেকেই, এগিয়ে আসেন অপু বিশ্বাসও।
সাহায্য আর ভালোবাসার হাত ধরেই পূর্ণ হয় বৃদ্ধের ওমরার স্বপ্ন। আর দেশে ফিরে সেই কৃতজ্ঞতাতেই প্রিয় অভিনেত্রীকে বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। ভক্তরা বলেন—‘ভালোবাসার মানুষ অপু বিশ্বাস সবসময়ই অনন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।