এমির মঞ্চে ১৫ বছরের ওয়েন কুপারের স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনিসিরিজ অ্যাডোলেসেন্স-এ অভিনয়ের জন্য তিনি হয়ে গেলেন সবচেয়ে কনিষ্ঠ পুরুষ এমি জয়ী।

পুরস্কার হাতে নিয়ে কুপার বলেন—এটা আমার পরিবার আর ঘরের মানুষের জন্যও অনেক বড় ব্যাপার। আমি তিন বছর আগে কিছুই ছিলাম না, আজ এখানে দাঁড়িয়েছি— এটা স্বপ্নের মতো।

এবারের ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে আলোচনায় ছিলেন আরও অনেকে। সেভরেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান আর ব্রিট লোয়ার জিতেছেন বড় পুরস্কার। আর দ্য পিট ও দ্য স্টুডিও প্রাথমিক পর্যায়ে জিতেছে স্বীকৃতি।

প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ‘হু উই লস্ট’ স্লাইডশো। স্মরণ করা হয় প্রয়াত তারকা— ম্যালকম-জামাল ওয়ার্নার, পরিচালক ডেভিড লিঞ্চ, সংগীত কিংবদন্তি অজি অজবর্ন ও কুইন্সি জোনস, অভিনেত্রী মিশেল ট্রাখটেনবার্গ এবং অস্কারজয়ী ডেম ম্যাগি স্মিথকে।

আর রেড কার্পেটে ঝলমল করেছেন সিডনি সুইনি, পেদ্রো পাসকাল এবং জেনা ওর্তেগা। তরুণ ওয়েন কুপারের এই অর্জন শুধু এমির ইতিহাসেই নয়, সারা বিশ্বের তরুণ অভিনেতাদের জন্য হয়ে রইল এক অনুপ্রেরণা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top