আপেলের সঙ্গে কমলার তুলনা, ‘সাইয়ারা’ প্রসঙ্গে আমিশা পাটেল

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করেছে নবাগত জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডার অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ছবিটি নিয়ে বলিউডে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই ছবিটির সঙ্গে হৃত্বিক রোশন ও আমিশা পাটেল অভিনীত সুপারহিট সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’-এর তুলনা টানছেন।

এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আমিশা পাটেল। অভিনেত্রীর মতে, ‘সাইয়ারা’‘কাহো না পেয়ার হ্যায়’ একেবারেই আলাদা ছবি। তিনি বলেন, “কাহো না পেয়ার হ্যায় ছিল আনন্দঘন ছবি। এতে গান, মজা, দ্বৈত চরিত্রসহ সবকিছু মিলিয়ে আদ্যোপান্ত একটি বাণিজ্যিক রোমান্টিক কমেডি। কোনোভাবেই এটি ট্র্যাজিক ছিল না। তাই আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করা যায় না।”

তবে *‘সাইয়ারা’*র প্রশংসা করতেও ভোলেননি অভিনেত্রী। তার ভাষায়, “এখন বলিউডে নতুন মুখের খুব প্রয়োজন। এমন কিছু তরুণ তারকা আসা দরকার, যাদের দর্শক পছন্দ করবে, ভালোবাসবে। আহান ও অনীত সেই জায়গা থেকেই দর্শককে আকৃষ্ট করতে পেরেছেন।”

উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দেশজুড়ে আলোচনায় রয়েছে। নতুন জুটির পর্দা কেমিস্ট্রি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের কাছ থেকে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top