প্রযোজকদের ওপর অপ্রয়োজনীয় খরচ চাপানো অন্যায়: আমির খান

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

ছবি: সংগৃহীত

বলিউডে চলচ্চিত্র নির্মাণ ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তিনি মনে করেন, সিনেমার বাইরে অভিনেতাদের ব্যক্তিগত খরচ প্রযোজকদের বহন করা উচিত নয়।


সম্প্রতি কোমল নাহাতার সঙ্গে আলাপচারিতায় আমির খান বলেন, আমি মনে করি প্রযোজকের শুধু সিনেমার জন্য যেটুকু প্রয়োজন ততটুকুতেই খরচ করা উচিত। এর মধ্যে মেকআপ, চুল এবং পোশাক অন্তর্ভুক্ত। কিন্তু আমার ড্রাইভারকে কেন টাকা দেওয়া হবে?


তিনি আরও বলেন, “অভিনেতাদের ব্যক্তিগত স্টাফদের খরচ প্রযোজকদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা তো ছবির কোনো অংশ নয়, বরং আমার জন্য কাজ করে। তাই যখন আমি আয় করি, তখন তাদের বেতন দেওয়া আমার দায়িত্ব।”

আমির খান জানান, প্রথম দিন থেকেই তিনি এই নীতি মেনে চলছেন। ৩৭ বছর ধরে আমি স্পষ্টভাবে বলে আসছি, কোনো প্রযোজক আমার ড্রাইভার বা সহকারীর খরচ দেবেন না।
এর আগে খ্যাতিমান পরিচালক রাকেশ রোশন, ফারহা খান এবং সঞ্জয় গুপ্তাও একই বিষয়ে সমালোচনা করেছেন। তারা মনে করেন, প্রযোজকদের ওপর অপ্রয়োজনীয় চাপ চলচ্চিত্র নির্মাণ খরচ বাড়িয়ে দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top