শাকিব-বুবলির সঙ্গে নিউইয়র্কে বীর, টাইমস স্কয়ারে ধরা পড়লো আনন্দময় মুহূর্ত
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে তিনি ছেলে শেহজাদ খান বীর ও তার মা চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সময় কাটাচ্ছেন।
বুবলি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাইমস স্কোয়ারে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়- বীর উচ্ছ্বসিত মনে ঘুরে বেড়াচ্ছে, আর ক্যামেরায় সেই মুহূর্তগুলো বন্দি করছেন বাবা শাকিব খান। বুবলি ক্যাপশনে লিখেছেন, “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে। কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”
এর আগে নিউইয়র্কে অবস্থানকালে শাকিব-বুবলি বীরকে নিয়ে বিভিন্ন সুন্দর মুহূর্তের স্থিরচিত্রও প্রকাশ করেছিলেন। এতে ভক্তরা ভালোবাসা জানালেও, কেউ কেউ সমালোচনাও করেন। তবে সমালোচনা তোয়াক্কা না করে তারা সন্তানের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তাদের সংসারে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। এর আগে, ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব। সেই সংসারে জন্ম নেয় আরেক ছেলে আব্রাম খান জয়। বর্তমানে একাকী জীবনযাপন করলেও, দুই ছেলের দায়িত্ব পালনে কখনো গড়িমসি করেননি এই তারকা নায়ক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।