'ঘেঁটুপুত্র কমলা' এখন রড-সিমেন্টের হিসেবে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫

অভিনয় শিল্পী হাসান ফেরদৌস মামুন এর চলচ্চিত্রজগতে যাত্রা শুরু হয় শফিকুল ইসলাম পরিচালিত ‘ওপারে আকাশ’ থেকে। এরপর তিনি মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ এবং আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ও ‘ভাড়াটে প্রেমিক’ সিনেমায় অভিনয় করেন।
কিন্তু তাঁর জীবনের বড় সুযোগ আসে হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘কমলা’ হিসেবে নির্বাচিত হয়ে। মামুন জানিয়েছেন, “আমার টোকাই নাট্যদলসহ আরও অনেক শিশু অভিনেতারা অডিশন দিতে আসেন। এতজনের মধ্যে আমাকে বাছাই করা হবে, তা ভাবতেও পারিনি। সবশেষে হুমায়ূন আহমেদ স্যার আমাকে এই চরিত্রের জন্য বাছাই করেন।”
মামুন শুটিংয়ের স্মৃতিও মনে করিয়ে দেন। তিনি বলেন, “হুমায়ূন আহমেদ যত বড় লেখক ও নির্মাতা, তিনি তার চেয়েও বড় হৃদয়ের মানুষ ছিলেন। শুটিংয়ের সময় সবসময় আমার খোঁজ রাখতেন। আমি ঠিকমতো খেয়েছি কি না থেকে সব। আমি খাওয়ার পর তিনি খেতেন। এত স্নেহ তিনি আমাকে করেছেন, তা কখনো ভোলা যাবে না।”
বর্তমানে হাসান ফেরদৌস মামুন মোহাম্মদপুরের বছিলায় ভগ্নিপতির সঙ্গে নির্মাণ সামগ্রীর ব্যবসায় মন দিয়েছেন। অভিনয়ে ফিরবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির ধরন পাল্টে গেছে। আগে শিশুদের নাটক-সিনেমায় নিয়মিত রাখা হতো। এখন গল্প ও চরিত্রে সেই সুযোগ কম।”
মামুন আপাতত ব্যবসায় ব্যস্ত থাকলেও রাতের নীরব মুহূর্তে স্মৃতিতে ফিরে যান সেই দিনগুলোতে, যখন ক্যামেরা চালু হতো আর পরিচালক বলতেন ‘অ্যাকশন!’। তবে ভালো গল্পে ডাক পেলে অভিনয়ের জন্য তিনি প্রস্তুত রয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।