জীবিকার সন্ধানে দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯

ঢাকা, ২২ সেপ্টেম্বর – এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী অনেকদিন ধরে ক্যামেরার সামনে দেখা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় নন। চিত্রনায়ক বাপ্পীর হাতে দীর্ঘ সময় কোনো সিনেমার কাজ নেই।
বাপ্পী সর্বশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এর পর থেকেই তিনি চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে গেছেন। বিশেষ করে মায়ের মৃত্যুর পর তিনি চলচ্চিত্র থেকে সম্পূর্ণ অব্যাহতি নিয়েছেন।
সূত্রে জানা গেছে, বাপ্পী চৌধুরী দেশের বাইরে চলে গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে নিজেই এই তথ্য নিশ্চিত করেন তিনি। বাপ্পী দেশে ফিরে সিনেমা বা বিনোদন জগতের সঙ্গে আর যুক্ত হবেন না এবং সেখানে নতুন পেশায় যুক্ত হবেন।
চলচ্চিত্রের ভক্তদের কাছে এই খবর দুঃখজনক হলেও, নতুন জীবন ও জীবন-জীবিকার সন্ধানে এই সিদ্ধান্ত নেয়া বাপ্পীর জন্য গুরুত্বপূর্ণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।