টিকটকার নওরীন আফরোজ পিয়ার প্রতিষ্ঠানে জরিমানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭

চট্টগ্রামের চকবাজারে জনপ্রিয় টিকটকার নওরীন আফরোজ পিয়ার ব্যবসা প্রতিষ্ঠান “আর্টস অফ পিয়া”-তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। বিদেশি পোশাকের নামে দেশি কাপড় বিক্রি ও অনলাইনে অর্ডারের টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, “আমাদের কাছে অভিযোগ ছিল যে ‘আর্টস অফ পিয়া’ অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি, এমনকি অগ্রিম চার্জও ফেরত দেয়নি। অভিযোগের ভিত্তিতে আমরা সরাসরি প্রতিষ্ঠানটিতে যাই। দেখা যায়, তারা পাকিস্তানি লন কাপড়ের নামে দেশি কাপড় বিক্রি করছে, অথচ বিদেশি হিসেবে কোনো প্রমাণ দেখাতে পারেনি। অর্থাৎ প্রতারণার আশ্রয় নিয়েছে।”
অভিযানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে তেল, সাবান, ঘি সহ নানা পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছিল। কিছু পণ্যের গায়ে আবার কোনো লেবেলও ছিল না। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, গ্রাহকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।