প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কিং খান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: বলিউড কিং শাহরুখ খান ইতিহাস গড়েছেন। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন কিং খান।
শাহরুখ খান এই পুরস্কার পান তার ছবি ‘জওয়ান’-এ অভিনীত চরিত্রের জন্য। ছবিতে তিনি সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর এবং তার ছেলে আজাদ-এর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কিং খান অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছেন, তবে জাতীয় পর্যায়ে সেরা অভিনেতা হিসেবে এই সম্মান তার জন্য এক নতুন মাইলফলক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।