কি হয়েছে র্যাপার বাদশার?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

বিনোদনপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা-র চোখের চোট নিয়ে। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি দুটি ছবি পোস্ট করেছেন, যেখানে এক চোখের অবস্থা খুবই শোচনীয়। প্রথম ছবিতে চোখটি ফুলে ঢোল অবস্থায় দেখা গেছে, প্রায় বন্ধ হয়ে এসেছে। পরের ছবিতে দেখা যাচ্ছে, ওই চোখে ‘ব্যান্ডেজ’ লাগানো হয়েছে।
তবে ভক্তদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পোস্টের ক্যাপশনে বাদশা উল্লেখ করেছেন, ছবিগুলো বর্তমান সময়ের নয়। তিনি লিখেছেন, ‘যেভাবে অবতারজির মুক্কা লাগে,’ সেই দৃশ্যের ছবি তিনি শেয়ার করেছেন।
এই চোটের ঘটনা ঘটে শাহরুখ খানের ছেলে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর শুটিংয়ের সময়। সিরিজ়ে বাদশা মনোজ পাহওয়ারের সঙ্গে লড়াই দৃশ্যে অভিনয় করেছেন। এতে ছড়িয়ে পড়া ছবি দেখেই মনে হচ্ছে, চোট সেই লড়াইয়ের সময়ই হয়েছিল।
‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজ়ে অন্য অনেক তারকাও অভিনয় করেছেন, যেমন সালমান খান, আমির খান এবং পরিচালক রাজামৌলি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।