বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

মেহজাবীনের 'সাবা' প্রেক্ষাগৃহে আসছে...

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

ছবি: সংগৃহীত

আগামী ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সাবা’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যেই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে।

মুক্তির আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় উপস্থিত ছিলেন ছবির পরিচালক মাকসুদ হোসেন এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন জানিয়েছেন, পরিবার নিয়ে ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “মা–মেয়ের গল্পে মানুষের আবেগ ছুঁয়ে যাবে।”

পরিচালক মাকসুদ হোসেন বলেন, “এই ছবি ইমোশনালি সবাইকে একাত্ম করবে। সিনেমা হলে বসে সবাই যখন একসঙ্গে দেখবেন, তখন তাঁরা এই ইমোশনাল জার্নিতে সমৃদ্ধ হবেন। আমি চাই, দর্শকেরা হলে আসুক, ছবিটি দেখুক এবং দেখার পর অন্যদের দেখার কথা বলুক।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top