বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ক্যাটরিনার নবাগত সন্তানকে কি বললেন অক্ষয় কুমার

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

ছবি: সংগৃহীত

ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন, বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় ফিসফাঁস শোনা যাচ্ছিল—ক্যাটরিনা মা হতে যাচ্ছেন। অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন তিনি নিজেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুখবরটি।

এই খবরে ভক্ত থেকে শুরু করে বলিউড তারকারাও ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে অভিনন্দন জানাচ্ছেন। তবে সবার মাঝে আলাদা নজর কাড়ে অক্ষয় কুমারের মন্তব্য।

অভিনেতা লিখেছেন, “তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি। তোমাদের ভালো করেই জানি, আমি নিশ্চিত তোমরা সেরা অভিভাবক হবে। শুধু সন্তানকে ইংরেজি আর পাঞ্জাবি দুটোই সমানভাবে শেখাবে। অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ।”

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন। এরপর থেকেই তাদের সংসার বলিউডে অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত। এবার নতুন অতিথিকে ঘিরে তাদের সুখবর ভক্তদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top