বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ক্ষুব্ধ সাদিয়া জাহান প্রভা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত কাজ করছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায়। কিন্তু কাজের চেয়ে ব্যক্তিগত নানা বিষয় নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। এবার নতুন করে ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে খোলা ভুয়া আইডি নিয়ে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন প্রভা। এ সময় এক দর্শক তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে- ‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।”

ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেক আইডি তৈরি করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন। সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”

উল্লেখ্য, প্রভা ইতোমধ্যেই সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও নিজের অবস্থান পাকাপোক্ত করার পথে এগিয়ে যাচ্ছেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top